নিখোঁজ ইলিয়াস আলী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার সাফাই সাক্ষী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ চ্যারিটিবল ট্রাস্ট দুর্নীতিসহ তিনটি মামলায় সাফাই সাক্ষীর তালিকায় নিখোঁজ ইলিয়াস আলীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তার দাবি, একজন নিখোঁজ ব্যক্তির নাম এক বছর আগে সাফাই সাক্ষী হিসাবে কেনইবা মামলায় অন্তর্ভুক্ত করা হলো তা নিয়ে তদন্ত করা হবে।

ফলে ইলিয়াস আলীকে নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন দীর্ঘদিন যাবত নিখোজ ইলিয়াস আলীর নাম সাফাই সাক্ষী হিসাবে দিলেন তা স্পষ্ঠ না। তবে অনেকে মনে করেন তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী জীবিত আছেন এবং কোথায় আছেন খালেদা জিয়া তা জানেন। সরকার বিভিন্ন সময় অভিযোগ করেছে ইলিয়াস আলী আত্নগোপনে আছে এবং কোথায় আছে খালেদা জিয়া তা জানে। ইলিয়াস আলীকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার সাফাই সাক্ষী করায় সরকারের অভিযোগই অনেকে সঠিক মনে করছেন। আবার অনেকে মনে করছেন ইলিয়াস আলীকে সাফাই সাক্ষী করে মামলার আইনগত সুবিদা নিতে চাচ্ছেন খালেদা জিয়া। আবার অনেকে এই তৎপরতাকে আইনী রাজনীতিও বলছেন।

উল্লেখ্য ২০১২ সালের ১৭ এপ্রিল রাত একটায় বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে ইলিয়াস আলী নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী বনানী থানায় একটি জিডি করেন। দায়ের করা জিডির তদন্ত কাজের অগ্রগতি রিপোর্ট প্রতি এক মাস পরপর আদালতে দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন প্রতি মাসে সর্বশেষ অবস্থা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে যাচ্ছেন। এ নিয়ে তখন সারা দেশে বিএনপি হরতালসহ নানা মুখী ব্যপক আন্দোলন করেছিল। সরকারের ওপর তখন দেশী-বিদেশী নানাবিধ চাপ তৈরী হয়েছিল। অনেক খোজাখুজির পরও সরকারের সংশ্লিষ্ট বিভাগ ইলিয়াস আলীকে খোজে পাইনি তখন। বিএনপি তখন এক দফার ডাক দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *