৪০ তলার ওপরে ঝুলন্ত পুল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টেক্সাসের হস্টানে এক বিলাসবহুল আবাসিক বহুতল ভবনের ৪০ তলায় তৈরি করা হয়েছে এক অসাধারণ সুযোগ–সুবিধা সমৃদ্ধ সুইমিং পুল। এই সুইমিং পুল থেকে পুরো শহরটা দেখা যাবে। আবার পুলটিকে বহুতল থেকে ১০ ফিট অতিরিক্ত বাড়ানো হয়েছে। দেখলে মনে হবে ঝুলন্ত সুইমিং পুল। এই সুইমিং পুলে সাঁতার কাটলে মনে হবে পাখিদের সঙ্গে আকাশে রয়েছেন আপনি এবং সারা শহরের দৃশ্য আপনার চোখে পড়বে। তবে দূর্বলচিত্তের মানুষ এই পুলে না নামাই ভাল।
৪০ তলার এই পুল থেকে পুরো শহরটিই দখা যায়। কিন্তু পুলে নামার সময়ই সারা শরীরে শিহরণ লেগে যাবে। যে অংশটি হাওয়ায় ঝুলন্ত অবস্থায় রয়েছে সেটি শ্যাটারপ্রুফ ৮ ইঞ্চি পুরু প্লেক্সিগ্লাস দিয়ে তৈরি। তাই ভয়ের কোনও কারণ নেই।