সঞ্জয় দত্তের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে আবার গ্রেপতারী পরোয়ানা জারি হয়েছে। চিত্রনির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালে শাকিল নুরানির ‘জান কি বাজি’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তি সই করে ৫০ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন তিনি।
কিন্তু দু’দিন শুটিংয়ে যাওয়ার পর আর যাননি। অপরদিকে টাকাও ফেরত দেননি। এই ঘটনায় শাকিলের অভিযোগের ভিত্তিতে ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ সঞ্জয়কে নির্দেশ দেয়, শাকিলকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে। সঞ্জয় দত্ত তাতেও পাত্তা না দিলে শাকিল নুরানি বম্বে হাই কোর্টে মামলা করেন। শাকিল অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য করাচি এবং দুবাই থেকে ফোনে হুমকি আসে।