রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠ ও মাঠের বাইরে–দু’জায়গাতেই সমান জনপ্রিয়। আর মহিলা মহলে বরাবরই তিনি জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থানে আছেন। তিনি প্রায়শই বিভিন্ন মহিলার সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু এবার তার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এখানেই শেষ নয়, রোনাল্ডো নাকি সেই কথা গোপন রাখতে ধর্ষিতাকে মোটা অঙ্কের অর্থও দিয়েছেন। তবে এ সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুরন্ত ফর্মে থাকা রিয়েল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
একটি জার্মান ম্যাগাজিন দাবি করেছে, পর্তুগিজ তারকা রোনাল্ডো ২০০৯ সালে এই কাণ্ড ঘটিয়েছিলেন। তার পরের বছর ৩ লক্ষ ইউরো দিয়ে ওই মহিলার মুখ বন্ধ করেছিলেন তিনি। জার্মান ম্যাগাজিনের এমন খবরে ক্ষুব্ধ ও বিরক্ত রিয়েল স্ট্রাইকারের এজেন্টও। তিনি জানান, রোনাল্ডোর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একে ‘অবাস্তব সাংবাদিকতা’ বলেও ব্যাখ্যা করেন তিনি।
ওই ম্যাগাজিন দাবি করছে, নির্যাতিতা একটি চিঠি প্রকাশ্যে এনেছিলেন। আর তা থেকেই সাংবাদিকরা ঘটনাটি জানতে পারেন। কিন্তু ওই যুবতী নিজের পরিচয় জানাতে অস্বীকার করেন। ইতিমধ্যেই এই অভিযোগের কথা রোনাল্ডোর কানে গিয়ে পৌঁছেছে। রোনাল্ডো পক্ষ থেকে ওই জার্মান ম্যাগাজিনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানা গেছে।