যে কোনো সময় উত্তর কোরিয়া-যুক্ত্রারাষ্ট্র যুদ্ধ বেধে যেতে পারে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে। যে কোন সময় এ দুদেশের মধ্য যুদ্ধ বেধে যেতে পারে। চীনের প্রেসিডেন্ট হুশিয়ার করে বলেছেন এ যুদ্ধে কোনো দেশই জয়ী হতে পারবে না।

উত্তর কোরীয় নেতা কিম জং-আন আমেরিকাকে উশকানিমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করে দিয়েছেন। তিনি হুমকিও দিয়েছেন যে, প্রয়োজনে “পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত” পিয়ং ইয়ং। কিম জং-আন আজ শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য প্রদান করেন। আর এই বক্তব্য এলো এমনই এক সময় যখন উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা চো রেয়ং-হায়ে বলেছেন, যেকোনো পরমাণু হামলার বিপরীতে আমরা আমাদের নিজস্ব কায়দায় পাল্টা পরমাণু আঘাত করবার জন্য প্রস্তুত। কিম জং আন এমন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই নিজেদের সামরিক শক্তি তুলে ধরার সুযোগটিকে কাজে লাগালেন। নিজেদের বর্তমান সামরিক শক্তি তুলে ধরবার জন্য শনিবার পিয়ং ইয়ং-এ এক রাষ্টীয় কুচকাওয়াজে ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের বড় ধরনের প্রদর্শনী করা হয়।

ওই সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মত জনসমক্ষে সাবমেরিন থেকে উৎক্ষেপণ-যোগ্য ব্যালাস্টিক মিসাইল প্রদর্শন করা হয়। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো জায়গায় লক্ষ্যবস্তুকে টার্গেট করার উদ্দেশ্যে ব্যবহার সম্ভব। কোরীয় উপদ্বীপ- যেখানে পরীক্ষা চালানো হবে বলে ধারনা করা হচ্ছে সেখানে ইতিমধ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রনতরী মোতায়েন করেছে। এমন  পরিপেক্ষিতে যে কোনো সময় যুদ্ধ বেধে যাওয়ার আশংখ্যা রয়েছে। সূত্রঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *