চলচ্চিত্র নায়ক শাকিব খান হাসপাতালে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দুপুরে অসুস্থতা নিয়ে হাসপাতালে এসেছেন ঢাকার চলচ্চিত্র নায়ক শাকিব খান। ল্যাব এইড হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত করা হয়। গত কয়েকদিন যাবত তার স্ত্রী ও সন্তান নিয়ে দেশব্যপী ব্যপক আলোচনা-সমালোচনা চলে। এ কয়দিন স্যুশাল মিডিয়াও ছিল বেশ সরগরম। তবে কি ধরনের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে এসেছেন তা জানা যায়নি।

সম্প্রতি তার স্ত্রী অপু বিশ্বাসের টিভি চ্যানেলে একটি লাইভ শো নিয়ে মুলত এ বিতর্কের সূত্রপাত। বিয়য়টি নিয়ে চারদিকে ব্যপক সমালোচনার ঝড় উঠে। নিউজ ২৪-এ এ দেয়া ওই সাক্ষাতকারে অপু বিশ্বাস জানান শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং আব্রাহাম খান জয় নামে তাদের একটি ছেলেও আছে।  ২০০৮ সালের ১৮ই এপ্রিল তাঁদের বিয়ে হয়। অপু বলেন, শাকিবকে বিয়ে করে তিনি নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান।

শাকিবের কেরিয়ারের কথা বিবেচনা করে ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়। তারপর তিনি চলচ্চিত্র থেকে সরে আসেন। গনমাধ্যম বিষয়টি নিয়ে ঝড় তুলে। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শাকিব খান আব্রাহাম খান জয় তার সন্তান বলে জানান। তিনি অপু বিশ্বাসের দায়িত্ব নেবেননা বলে জানান। পরে তিনি নিজেকে শুধরে বলেন স্ত্রী ও সন্তানের কাছেই ফিরে যাবেন তিনি। অপু বিশ্বাস বাংলার এই খানের এ বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *