জোবাইদা রহমানের দুর্নীতির মামলা চলবে, তাকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হাইকোর্ট বলেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা চলবে। হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে তার করা আবেদন খারিজ করে দিয়েছে। সেই সাথে তাকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ।
দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও জোবাইদা রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান কায়সার কামাল।

Leave a Reply

Your email address will not be published.