কাশিমপুর কারাগারে মুফতি হান্নানের ফাসির প্রস্তুতি চলছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হরকাতুল জেহাদের শীর্ষস্থানীয় নেতা জঙ্গি মুফতি হান্নানের ফাসির প্রস্তুতি চলছে কাশিমপুর হাই সিকিরিটি কারাগারে। কারাগার ও তার আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সন্ধ্যার সময় কারাগারে দুইটা অ্যাম্বুলেন্স ঢোকার খবর পাওয়া গেছে।
ডি আই জি প্রিজন তহিদুল ইসলাম বিকালে কারাগারে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। পাশাপাশি গাজীপুরের এসপিও কারাগারে রয়েছেন। রাত আটটার সময় আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগারে প্রবেশ করেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে আজ রাত ১০টার দিকে ফাঁসি কার্যকর হবে।
এর আগে আজ সকালে হান্নানের পরিবার তার সাথে সাক্ষাত করেছে। এদের মধ্য রয়েছে মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভিন রুমা, তার বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম এবং বড় ভাই আলি উজ্জামান মুন্সি। এছাড়া যাবতজীবন সাজাপ্রাপ্ত অপর দুই ভাইকেও তার সাথে সাক্ষাত করানো হয়েছে।