কারাগারে মুফতি হান্নানের সাথে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করার পর গত মঙ্গলবার শেষ দেখা করার জন্য স্বজনদের কাছে বার্তা পাঠায়। আজ সকালে মুফতি হান্নানের স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য তার সঙ্গে শেষ দেখা করেছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি আছেন জঙ্গি হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান।

কারা কর্তৃপক্ষের খবর পেয়ে আজ সকালে মুফতি হান্নানের স্ত্রী রুমা আক্তার, দুই মেয়ে নাজনীন ও নিশাত এবং বড় ভাই অলিউজ্জামান ভোরে কারাগারে আসেন ও বিধি অনুযায়ী তারা হান্নানের সঙ্গে দেখা করেছেন। এদিকে কাশিমপুর কারাগারের জেল সুপারের মাধ্যমে জানা যায় তাদের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কারাগারে জল্লাদ ও ফাঁসির মঞ্চ সবকিছুই প্রস্তুত আছে। ফাঁসির মহড়া ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আজই ফাসি কার্যকর হতে পারে।