সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত ভারতীয় জাহাজ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতীয় পণ্যবাহী জাহাজটিকে অবশেষে সোমালী জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সোমালিয়ার প্রশাসন। রবিবার ‘আল কওসর’ নামের ভারতীয় পণ্যবাহী এই জাহাজটি মার্চের ৩১ তারিখে জলদস্যুদের হাতে পণবন্দি হয় জলদস্যু অধ্যুষিত এলাকা হবইও। তারপর জাহাজটিকে ভারত মহাসাগরে ইয়েমেনের তটরেখার কাছে আটকে রাখা হয়। দুই নাবিক-সহ জাহাজটিকে উদ্ধার করা হয়েছে বলে সোমালিয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজে থাকা ১০ জন নাবিকের মধ্যে ৮ জন এখনও জলদস্যুদের কবলে রয়েছেন।
জাহাজটির মালিক ইসাক থেম জানিয়েছেন, চিনি ও গম নিয়ে দুবাই থেকে ইমেন হয়ে সোমালিয়া যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জলদস্যুরা মুক্তিপণের দাবি জানিয়েছে বলে জানান তিনি। সোমালিয়া প্রশাসন সূত্রে খবর, জাহাজটি উদ্ধার করার সময় দস্যুদের সঙ্গে গুলি বিনিময় হয় নিরাপত্তারক্ষীদের। কিন্তু একটি নৌকায় ৮ নাবিককে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জলদস্যুরা।