ব্রিটেনের রুশ-বিরোধী নিষেধাজ্ঞা প্রস্তাব জি-সেভেন বৈঠকে বাতিল

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ব্রিটেনের দেয়া প্রস্তাব, রাশিয়ার ওপর আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের জন্যে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা নাকচ করে দিয়েছেন। ব্রিটেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নেওয়ার কৌশল হিসেবে এই প্রস্তাব দিয়েছিলো।

জি-সেভেনের এই সম্মেলন ইতালির লুক্কা শহরে অনুষ্টিত হয়। জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে এক কোণায় ঠেলে দেওয়ার পরিবর্তে সংলাপের ওপরেই বেশি জোর দিয়েছেন বলে জানা যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আসাদ সরকারের ক্ষমতা প্রায় শেষ হওয়ার পথে। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার ক্রাইমিয়া দখলের পর থেকে। আর সে নিষেধাজ্ঞাগুলো এখনো বহাল রয়েছে।

জি-৭ এর বৈঠকে ব্রিটেনের পক্ষ থেকে নতুন কিছু নিষেধাজ্ঞার প্রস্তাব তুলে ধরা হয়েছিলো। প্রধানত রাশিয়া এবং সিরিয়ার নেতৃস্থানীয় কিছু সামরিক কর্মকর্তাকে টার্গেট করার প্রস্তাব করা হয়। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়া যেন প্রেসিডেন্ট আসাদের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। কিন্তু এই নিষেধাজ্ঞার ব্যাপারে বৈঠকে ঐক্যমত্য হয়নি বলে জানা গেছে। ফলে এই প্রস্তাব হালে পানি পায়নি।

এক সংবাদ সম্মেলনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো বলেন, রাশিয়ার সাথে অবশ্যই আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আর রাশিয়াকে কোণঠাসা করা কোনোভাবেই উচিৎ হবেনা বলে বলেন তিনি। আমেরিকা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে কতটা উৎসাহী ছিল তা পরিষ্কার নয়।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *