অপু বিশ্বাসকে নিয়ে শাকিবের নতুন নায়িকা বুবলির বক্তব্য

বিনোদন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের সর্বত্রই এখন অপু বিশ্বাস, শাকিব খান আর শাকিব খানের নতুন নায়িকা বুবলিকে নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা চলছে। আর এ আলোচনার বিষয় হল দীর্ঘ আট বছর আগে অপু-শাকিবের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে। আবার এ আলোচনার মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছেন শাকিব খানের নতুন নায়িকা শবনম বুবলি। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করলেন, এই ঘটনায় আলোচিত আরেক নায়িকা শবনম বুবলি।
বুবলি নিজের ফেসবুক পাতায় এক পোস্টে অপু বিশ্বাসকে উদেশ্য করে অনেকগুলো প্রশ্ন রেখেছেন। তিনি অপু বিশ্বাসের বিভিন্ন অভিযোগ ও দাবীর সত্যতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুবলি জানতে চেয়েছেন, অপু বিশ্বাস এত দিন কেন স্ত্রীর মর্যাদা চাননি? তিনি অভিযোগ করেছেন, শাকিব খানের সঙ্গে অন্য কোন জুটি প্রতিষ্ঠিত হোক, তা চাননি বলেই স্ত্রী ও সন্তানের মা হিসেবে নিজের মর্যাদা এতদিন চাননি অপু বিশ্বাস। শাকিবের নতুন এ নায়িকা মন্তব্য করেছেন নতুন আরেকটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে আমি অভিনয় করতে যাচ্ছে শুনেই অপু এই কাজ করেছেন।
শাকিব খান আর বুবলির অন্তরঙ্গের বিষয়টি অপু বিশ্বাস মেনে নিতে পারেননি বলে গতকাল সোমবার একটি টিভি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিয়ে বিয়ে এবং সন্তানের কথা তুলে ধরেছেন। টিভি লাইবে তাদের সন্তানও ছিল। অপু বলেছেন ২০০৮ সালে শাকিব খানের সাথে তার বিয়ে হয়। তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ের কথা এতদিন গোপন রেখেছেন। সূত্রঃবিবিসি