হাতিরঝিলে পাওয়া গেলো চার কোটি টাকার গাড়ি

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

শুল্ক গোয়েন্দা বিভাগ রাজধানীর হাতিরঝিলে ফেলে যাওয়া বিলাসবহুল একটি গাড়ি উদ্ধার করেছে। গাড়িটি আজ সকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটি বিলাসবহুল পোরশা গাড়ি। উদ্ধার করা গাড়িটির ভেতরে তার চাবিটি রাখা ছিল।

আর একটি চিঠিও পাওয়া গেছে চালকের আসনে। 

চিঠিতে লেখা ছিলো, “গাড়িটি যে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে সেটি সম্প্রতি জানতে পেরে মান-সম্মানের ভয়ে ফেলে যাওয়া হলো” ২০০৫ সালের পোরশা কায়ানে মডেলের এই গাড়িটির দাম কম হলেও চার কোটি টাকা বলে জানা গেছে। জার্মান কোম্পানি পোরশার তৈরী গাড়িগুলো খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পোর্টস কার। বিশ্বব্যাপী তারকা ও ধনীদের পছন্দের ব্রান্ড এটি।

প্রাথমিক তদন্তে জানা গেছে ব্রিটিশ নাগরিক এক মহিলা ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি বাংলাদেশে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ঘটনাস্থল থেকে ব্যবহারকারী কর্তৃক ফেলে যাওয়া এই গাড়িটি উদ্ধার করেছে। 

ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দারা গাড়ির ভেতরে যন্ত্রপাতির তালিকা তৈরী করছেন। এখন গাড়ীটির মালিক কে, কে বা কারা এটি ফেলে রেখে গেছেন সেটি জানার চেষ্ঠা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *