সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে রাশিয়া ও ইরানের সেনাবাহিনী ‘জয়েন্ট কমান্ড সেন্টার’ গঠন করেছে৷ রবিবার সেই যৌথবাহিনী আমেরিকাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শুক্রবার সিরিয়ায় হামলা চালিয়ে ‘রেড লাইন’ অতিক্রম করে ফেলেছে যুক্তরাষ্ট্র৷ এরপর আরেকটিও বোমা সিরিয়ায় পড়লে যৌথবাহিনী বাধ্য হবে পাল্টা হামলা চালাতে৷ ওয়াশিংটন সেই হামলার ফল কী হবে তা যেন অনুমান করে নেই৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে রবিবারই৷ ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন লংগন হয়েছে৷

যৌথবাহিনী  সিরিয়ার সরকারি চ্যানেল ইলাম আর হারবিতে এক বিবৃতিতে জানিয়েছে, “সিরিয়ার বুকে মার্কিন আগ্রাসন সহ্যের সীমা অতিক্রম করেছে৷ আর এখন থেকে যে কোনও হামলার পাল্টা হামলা চলবে৷” যৌথবাহিনী আরও জানিয়েছে, আমেরিকা ভাল করেই জানে রুশ ও ইরানের অস্ত্রভাণ্ডারে কী কী অস্ত্র রয়েছে৷ ওই বিবৃতিতে টোমাহকের পাল্টা ক্ষেপণাস্ত্রও যে যৌথবাহিনীর কাছে রয়েছে, সে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই সিরিয়ার শয়রত বিমানঘাঁটিতে মার্কিন হামলার জেরে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া৷ ক্ষেপণাস্ত্রে সজ্জিত রণতরী সিরিয়া উপকূলে মোতায়েন করা হয়েছে৷ ক্রেমলিন জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধরত রুশ সেনাদের সাহায্য করতেই এই পদক্ষেপ৷ এর পিছনে মার্কিন আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাতের বিষয়ও রয়েছে৷ সব মিলিয়ে সিরিয়াকে ঘিরে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। যে কোন সময় যুদ্ধ বেধে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.