যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে ডাকাতির ঘটনায় দেশব্যপী হুলিয়া
অনলাইন ডেস্কঃ নিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাষ্ট্রের উইসকনসন অঙ্গরাজ্যে এক বন্দুকের দোকানে দূুুরধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আর এ ডাকাতকে ধরতে দেশব্যপী চলছে ব্যপক অভিযান। দোকান ভর্তি অস্ত্রের মাঝেও দোকানের কর্মচারীরা প্রতিহত করতে পারেনি অভিযুক্ত জোসেফ ইয়াকুবাউস্কিকে। সে বেশ কটি পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে গেছে।
সন্দেহভাজন ঐ ব্যক্তি কিছু একটা ঘটানোর হুমকি দিয়েছেন এবং তার কাছে একটি বুলেট প্রুফ ভেস্টও রয়েছে। আর তাতেই আতংক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকশো পুলিশ পলাতক ডাকাতকে ধরতে ব্যপক অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পুলিশের ভাষ্য মি ইয়াকুবাউস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরকার বিরোধী বিশাল এক বার্তা প্রকাশ করেছেন। বার্তায় তিনি তার ক্ষোভের লম্বা ফিরিস্তি তুলে ধরেন। এই ব্যক্তি এখন যুক্তরাষ্টের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন।