পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদেরই মেয়ে ঐশী রহমানকে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির করা হয়েছিল। কারাগার থেকে তাকে হাইকোর্টে হাজির করা হয়।
তারপর বিচারপতি জাঙ্গাহীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ খাসকামরায় ঐশীর জবানবন্দি নেন। এ সময় আসামী ও রাষ্ট্র উভয় পক্ষের উকিল উপস্থিত ছিলেন। ন্যায়বিচারের স্বার্থে ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তার এই বক্তব্য শোনা হলো বলে বলেন আদালত। আদালত ১৫ মিনিটের মতো ঐশীর বক্তব্য শুনেন। তারপর তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।