মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ায় ফাঁসির মঞ্চ প্রস্তুত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাষ্ট্রপতির কাছে করা প্রানভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন যেকোন মূহুর্তেই কার্যকর হতে পারে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, প্রাণভিক্ষা চেয়ে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এখন জেল কোড অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর সেখান থেকে কারাগারে এ সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ এরপরই ব্যবস্থা নেয়।

২০০৪ সালে সিলেটে হযরত শাহজালালের মাজারে বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সর্বোচ্চ আদালত চলতি বছরের ১৯শে মার্চ তারিখে ঐ মামলায় মুফতি আব্দুল হান্নানসহ তিনজনকে আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। আর তাকে ২২শে মার্চ কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হলে ২৭শে মার্চ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন মুফতি হান্নান।

মুফতি হান্নানের বিরুদ্ধে যশোরে উদীচির অনুষ্ঠানে বোমা হামলা, গোপালগঞ্জে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং রমনা বটমূলে বোমা হামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে রমনা বটমূলে বোমা হামলার মামলাতেও বিচারিক আদালত তাকে মৃত্যুদন্ড দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *