কোরীয় উপসাগর অভিমুখে মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কোরীয় উপসাগর অভিমুখে রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ প্রদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র যা উত্তেজনার মাত্রাকে বস্তুত পক্ষে আরও বাড়িয়ে দিল। ঐ রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ এবং কয়েকটি যুদ্ধজাহাজ।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এই রনতরী ও বাহিনী সেখানে তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই যাচ্ছে। কোরিয়ার সহ্নিত আঞ্চলে উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমানবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা বলছেন। সূত্রঃবিবিসি