আকাশে শিশুর জন্ম

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

গিনির রাজধানী কোনার্কি থেকে তুরস্কের ইস্তান্বুল যাচ্চিল টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ছাড়ার কিছু সময় পরে ওই ফ্লাইটটিতে একটি কন্যা শিশুর জন্ম দেন একজন নারী। বিমানটি তখন বিয়াল্লিশ হাজার ফূট ওপর দিয়ে ওড়ছিল।

নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী (গর্ভধারণের ২৮ সপ্তাহ চলছিল) বিমানে ওঠার পর তার প্রসববেদনা শুরু হয় বলে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়। তারপর কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী প্রসবকাজে সহায়তা করেন। জন্ম হয় এক ফুটফুটে শিশুর। নাম রাখা হয় ‘কাদিজু’র। বিমানটি অবতরনের পর মা ও শিশু উভয়কেই হাসপাতালে নেওয়া হয়। কিছুটা ক্লান্ত হলেও তারা দুজনেই সুস্থ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *