ভারতের প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তাচুক্তি হবে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়মনোভাব ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে।
আজ ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী এ কথা বলেন। নরেন্দ্র মোদী তিস্তাচুক্তি, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থা সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আজকের এই বৈঠক দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, শেখ হাসিনার এই সফর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো জোরলো করবে। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ভারতের কাছে অনুপ্রেরণা বলে মোদী মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *