জঙ্গিবাদ দমনে এক সাথে কাজ করবো-ওলামা মাশায়েক সম্মেলনে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ধন্যবাদ জানাই জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থানের জন্য। সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা এক হয়ে কাজ করব।
42nd founding anniversary of Islamic foundation
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, এখানে জঙ্গিবাদের স্থান নাই, আমরা পবিত্র ধর্মকে হেয় হতে দিতে পারি না, প্রত্যেক মসজিদের ইমাম, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, ওলামায়ে কেরামগণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সবাই এক হয়ে প্রচার চালাতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। তাহলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে পারবো।
প্রধানমন্ত্রী বলেন,  ইসলাম পবিত্র ধর্ম। এই ধর্মকে কলুষিত করতে একটি মহল চক্রান্ত করছে। পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে সে ব্যাপারে সবাইবে সচেতন থাকতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবও উপস্থিত রয়েছেন। সারা দেশ থেকে লক্ষাধিক ওলামা মাসায়েক এ সম্মেলনে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published.