জাপান সাগরে আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উত্তর কোরিয়া আবারো জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ঘটনায় জাপান তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পিয়ংইয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের আগে এ পরীক্ষা চালালো। বিশ্লেষকরা মনে করছেন তার সফরের সময় উত্তর কোরিয়ার বিষয়টি আলোচনায় আসবে।

Missile

পরীক্ষাটি উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০ কিলোমিটার দুরে গিয়ে পরে। জাপান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে এটি উস্কানিমূলক। যে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালাতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে পিয়ংইয়ং এ নিষেধাজ্ঞা প্রায়শই লঙ্ঘন করে চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড বলছে ক্ষেপণাস্ত্রটি ছিল মধ্যম পাল্লার।

Leave a Reply

Your email address will not be published.