কিশোরীর ২৬ টুকরো লাশের মামলায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চার বছর আগে রাজধানীর হাতিরপুলে এক কিশোরীকে ধর্ষণের পর খুন করে তার লাশ ২৬ টুকরো করেছিল এক নরঘাতক। আজ সে ঘটনায় করা মামলায় ওই পাষন্ডের ফাঁসির রায় দিয়েছে আদালত। এই মামলার একমাত্র আসামি সাইদুজ্জামান বাচ্চু যার বিরুদ্ধে ফাসির রায় হয়েছে সে পলাতক রয়েছে।

আজ বুধবার এই রায় ঘোষণা করেন ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার। আসামি সাইদুজ্জামান বাচ্চুকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়েছে। খুনী সাইদুজ্জামান সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন। ইস্টার্ন প্লাজার অপরদিকে হাতিরপুলের নাহার প্লাজায় ১৩ তলায় তার অফিস ছিল। মামলার আরজিতে বলা হয়, ২০১২ সালের ১ জুন আসামি সাইদুজ্জামান তার অফিসে ডেকে নিয়ে রোখসানা রুমি নামের ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করার পরে দা দিয়ে লাশ টুকরো করে জানালা দিয়ে নিচে ফেলে দেয়।