আইপিইউ সম্মেলনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রস্তাব গৃহীত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) স্বাধীন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব গৃহীত হয়েছে ব্যপক সংখ্যা গরিষ্টতায়।
আইপিইউ’র কমিটিতে গত মঙ্গলবার খসড়া আকারে গ্রহণের পর আজ বুধবার সাধারণ অধিবেশেনে এটিসহ ১৮টি প্রস্তাব গ্রহণ করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, ভারত, চীনসহ ৪৪টি দেশ।