সিরিয়ায় রাসায়নিক আক্রমণে শিশুসহ ৫৮ জন নিহত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর পশ্চিম সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি শহরে রাসায়নিক অস্ত্রের আক্রমণ চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই হামলায় কমপক্ষে শিশুসহ ৫৮ জন নিহত হয়েছে বলে দাবী করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠন।
আজ সকালে সিরিয়ার সরকারি বিমান বাহিনী বা রুশ জেট থেকে হামলা চালানো হয় ইদলিব প্রদেশের খান শেখুন নামে ওই শহরটির ওপর। হামলার পর শিশু সহ বহু লোককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় – যারা শ্বাস নিতে পারছিল না।
আক্রান্তদের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া, বমি করা বা মুখে ফেনা উঠতে থাকার মতো লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। নিহতদের মধ্যে অন্তত ১১টি শিশু রয়েছে বলে মানবাধিকার সংস্থাটি বলছে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছিল এমন একটি ক্লিনিকেও রকেট হামলা চালানো হয় বলে সংস্থাটি দাবী করছে। অন্য একটি সূত্র থেকে জানা যায় নিহতের সংখ্যা ৬৭ ও আহত হয়েছে প্রায় ৩০০ জন। সূত্রঃবিবিসি