রাকিব হত্যা মামলায় আসামীদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হাইকোর্ট খুলনায় রাকিব নামের এক শিশু শ্রমিককে পশ্চাৎদেশে নল ঢুকিয়ে বাতাস প্রবাহিত করে হত্যার ঘটনায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত দুই আসামীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মোটর গ্যারেজ শ্রমিক রাকিব হাওলাদারকে ২০১৫ সালের আগস্ট মাসে খুলনা শহরের টুটপাড়ায় একটি গ্যারেজে মলদ্বারে নল দিয়ে হাওয়া প্রবাহিত করলে তার মৃত্যু হয়।

Rakib

খুলনার মহানগর দায়রা জজ আদালত এ ঘটনার জন্য নিহত রাকিবের সাবেক কর্মস্থল শরিফ মোটরস নামের মোটরসাইকেল গ্যারেজের মালিক মোঃ শরিফ এবং তার সহযোগী মিন্টু খানকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মঙ্গলবার হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া সে সাজা কমিয়ে আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মাত্র ১১ কার্যদিবসে শিশু শ্রমিক রাকিবকে হত্যা মামলাটির বিচারকার্য শেষ করেছিল আদালত। আর সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে এ হত্যাকাণ্ডের নিন্দার ঝড় উঠেছিল ও দ্রুত বিচারের দাবী উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *