মদ্যপ পাইলটকে আট মাসের কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কানাডার একটি আদালত সেদেশের একটি বিমানের পাইলটকে মদ্যপান করে ককপিটে উঠার দায়ে আট মাসের কারাদণ্ড দিয়েছে। ইংরেজি নতুন বছরের প্রাক্কালে মিরোস্লাভ গ্রোনিচ নামের ৩৭ বছর বয়সী সে পাইলটকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্ত পাইলট অতিরিক্ত মদ্যপান করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন।

Fly Sun Wing 1

সানউইং নামে একটি বিমান সংস্থার পাইলট ছিলেন তিনি। তার শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে। এই পাইলটকে বিমান চালানোর উপর এক বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে কানাডার আলবার্টা প্রদেশের একটি আদালত। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে তার কারাবাসের মেয়াদ শেষ হলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *