বিটিআরসি বাংলাদেশে ফেসবুক বন্ধ করতে আগ্রহী নয়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মন্ত্রিপরিষদ বিভাগ মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার যে প্রস্তাব দিয়েছিল, সেটি বাস্তবায়ন ঠিক হবে না বলে মনে করে। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর বিটিআরসি তাদের মতামত জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। বিটিআরসি’র এক কর্মকর্তা চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শীঘ্রই মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশে ফেসবুক বন্ধ হতে পারে – এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সরকারের তীব্র সমালোচনা করে। আবার অনেকে সরকারের পক্ষেও কথা বলে। আর সাধারণ মানুষের এই মতামতের প্রেক্ষাপটে বিটিআরসি’র তরফ থেকে মধ্যরাতে ফেসবুক বন্ধ না করার পক্ষে মত দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ছাত্র-ছাত্রীরা ফেসবুকে অনেক সময় নষ্ট করে, ফলে রাতে তাদের ঠিকমতো ঘুম হয় না। সেজন্য জাতির ক্ষতি হচ্ছে বলেও ঐ চিঠিতে উল্লেখ করা হয়। বিটিআরসি চিঠিটি পাওয়ার পর ইঙ্গিত দিয়েছিল যে বিষয়টি দুই-একদিনের মধ্যে কার্যকর হতে পারে। সবশেষ সংস্থাটি ফেসবুক বন্ধ না করার পক্ষে মত দিয়েছে।