বাংলাদেশ-শ্রীলঙ্কা ২ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ আজ শুরু
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা টি-২০ সিরিজ। ২ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে। সাগর তীরের এই স্টেডিয়ামের আবহাওয়া খুবই গরম। টাইগারদের জন্য এ অত্যাধিক গরম একটি বিরাট সমস্যা বটে। অপরদিকে লংকানরা এ গরমে অব্যস্থ্য আছে। ফলে তাদের জন এটা কোন সমস্যা না।
উল্লেখ্য ২ ম্যাচ সিরিজের টেষ্ট ও ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে ড্র হয়েছে। বাংলাদেশ দল এই দুই ফরম্যাটেই যথেষ্ট শক্তি দেখিয়েছে। তবে টি-২০তে বাংলাদেশের থেকে শ্রীলনকার অভিজ্ঞতা বেশী থাকায় এ ফরম্যাটে তারাই এগিয়ে আছে। তবে বাংলাদেশ দলেও রয়েছে তামিম-সৌম্য কিংবা সাকিব-সাব্বিরদের মত খেলোয়ার যারা খেলার ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে সক্ষম। শ্রীলংকা দলে আজ খেলবেন লেসিথ মালিঙ্গা। অপরদিকে বাংলাদেশের পক্ষে পেস বোলার ও অলরাউন্ডার সাইফুদ্দিন মানিকের আজ অভিষেক হওয়ার কথা শোনা যাচ্ছে।