সোমালি জলদস্যুদের কবলে ভারতীয় জাহাজ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সোমালি জলদস্যুরা ভারতের একটি বাণিজ্যিক জাহাজ অপহরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে উপকূলের দিকে নিয়ে জলদস্যুরা। সংবাদ সংস্থা রয়টার্সকে সোমালিয়ার প্রাক্তন জলদস্যু বিরোধী বাহিনীর প্রাক্তন প্রধান আবদিরিয়াজ মহম্মদ দিরির অপহরণের কথা জানিয়েছেন। শনিবার দুবাই থেকে সোমালিয়ার সমুদ্র শহর বোসাসো যাওয়ার পথে জাহাজটিকে অপহরণ করা হয়।
ব্রিটেনের সংস্থা দ্রায়াদ মারিটাইম সিকিউরিটির পক্ষে গ্রিবেন গিবন ব্রুকস জানিয়েছেন অপহরণের পর জাহজটির ১১ জন ক্রুকে পান্টল্যান্ড প্রদেশের আইল শহরে নিয়ে যাওয়া হয়েছে। এই আইলকে জলদস্যুদের মুক্ত ক্ষেত্র বলে মনে করা হয়। গভীর সমুদ্রে সোমালিয়া জলদস্যুদের আতঙ্কে ব্যাহত হত পণ্য পরিবহণ। এরপর আন্তর্জাতিক বাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নামলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে জলসদ্যুরা। ২০১২ সাল থেকে অপহরণ বন্ধ হয়ে যায়। জলদস্যুরা আবার শিরোনামে আসে দীর্ঘ পাঁচ বছর পর গতমাসে একটি তেলের ট্যাঙ্কার অপহরণ করে। অবশ্য পান্টল্যান্ড সমুদ্র বাহিনী সেই ট্যাঙ্কার উদ্ধার করে।