জামায়াত নেতা সাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ আজকের কার্যতালিকায়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন আর খালাস চেয়ে করা তার রিভিউ আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় এসেছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আজকের কার্যতালিকায় বিষয়টি ১৪৭ নম্বর ক্রমিকে আছে। সাঈদী গত বছরের ১৭ জানুয়ারি মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন। তার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে। অপরদিকে গত বছরের ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে সাঈদীর সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য। আর রাষ্ট্রপক্ষের আবেদনে মৃত্যুদন্ডের পক্ষে পাঁচটি যুক্তি দেখানো হয়।