উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র একাই মোকাবেলা করতে পারে: ডুনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ একাই পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ফিন্যানশিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, “চীন যদি উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা মোকাবেলায় ব্যবস্থা না নেয় বা যদি পিয়ংইয়ং এর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি না করে তাহলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নিতে পারে”।

Trump

চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের প্রথম সাক্ষাতে উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল পরীক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। উল্লেখ্য উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। ট্রাম্প বলেন, চীনকেই সিদ্ধান্ত নিতে হবে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় আমাদের তারা সাহায্য করবে কিনা। যদি চীন সাহায্য করে তাহলে তাদের জন্যই সেটি অনেক মঙ্গলদায়ক হবে, আর যদি না করে তাহলে সেটি কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে ফিন্যানশিয়াল টাইমসকে বলেছেন ট্রাম্প।

Trump1

আবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। যুক্তরাষ্ট্র কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে। উত্তর কোরিয়া গত মাসে শক্তিশালী রকেট প্রযুক্তি তৈরির দাবি জানিয়েছে। আর ওই রকেট পরীক্ষার ঘোষণার সময় পূর্ব এশিয়া সফর করছিলেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এই প্রযুক্তিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ব্যবহার করা হতে পারে বলে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *