ভারতীয় মহিলাকে নগ্ন করে তল্লাশি করায় রিপোর্ট তলব করেছেন সুষমা স্বরাজ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ত্রিশ বছর বয়সের ভারতীয় মহিলা শ্রুতি বাসাপ্পা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে চরম অপমানের শিকার হলেন। তার অভিযোগ জাতিগত বিদ্বেষের কারণে তাঁকে নগ্ন করে তল্লাশি করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফ্রাঙ্কফুর্টে ভারতীয় কনসাল জেনারেলে থেকে ঘটনার রিপোর্ট তলব করেছেন।
জানা যায়, ওই মহিলা কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকে আইসল্যান্ডে যাচ্ছিলেন। তার সঙ্গে স্বামীও ছিলেন, যিনি আইসল্যান্ডের অধিবাসী। সেখানে তাঁকে তল্লাশী করার জন্য নগ্ন হওয়ার আদেশ দেন বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। তাতে রাজি না হয়ে ওই মহিলা জানান, তাঁর সঙ্গে তাঁর স্বামী রয়েছেন, যিনি একজন ইউরোপীয় নাগরিক। এর উত্তরে বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তারা ওই মহিলাকে বলেন, কোনও বাদামি চামড়ার যাত্রীর সঙ্গী যদি কোনও শ্বেতাঙ্গও হন, তাহলেও তাঁকে সন্দেহ না করার কোনও কারণ নেই।
তারপর তাকে নগ্ন করে তল্লাশি করা হয়। তিনি অভিযোগ করেন, তল্লাশি করার সময় তার তলপেটে জোরে আঘাত করা হয়। তাঁর নিম্নাঙ্গে এই ঘটনার দু’সপ্তাহ আগেই একটি অস্ত্রোপচার করা হয়েছিল। ফলে আঘাতের জায়গায় চোট লাগে তাঁর। তিনি ফেসবুকে পুরো ঘটনা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন। ভাইরাল হয়ে যায় পোস্টটি। শ্রুতি জানিয়েছেন, তিনি একই সঙ্গে অপমানিত এবং ভীত। তিনি এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন।