ব্লগার রাজীব হত্যায় রানা ও দ্বীপের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম উরফে দ্বীপের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আদালত একই সঙ্গে এই মামলায় নিম্ন আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ছয়জনের সাজাও বহাল রেখেছে। রবিবার ডেথ রেফারেন্স ও আপিলের উপর এ রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ধর্ম নিয়ে মানহানিকর মন্তব্য করলে প্রচলিত আইনে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে রায়ে বলা হয়। তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। আদালত রায়ে ইসলাম সম্পর্কে ইমামদের সঠিক বয়ান দিতেও অনুরোধ জানিয়েছে।
এই মামলার শুরু থেকেই পলাতক ফাঁসির আসামি রেদোয়ানুল আজাদ রানাকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই হাইকোর্টে ৫৬১(ক) ধারায় ডেথ রেফারেন্সে শুনানির সুযোগ চেয়ে আবেদন দাখিল করেন রানার আইনজীবী।