পাকিস্তানে মাজার রক্ষকের হাতে ২০ জন খুন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে এক মাজার রক্ষক ও তাঁর সহযোগীদের হাতে খুন হয়েছেন ২০ ধর্মপ্রাণ মুসলমান। নিহতদের মধ্যে ৩ মহিলা রয়েছেন। অভিযুক্ত মাজার রক্ষক আব্দুল ওয়াহিদ ও তার ৪ সহযোগীদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে সেকানকার পুলিশ। ইতিমধ্যই ওয়াহিদ এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

incident in pakistan majar

পাকিস্তানের জিও নিউজ সূত্রে খবর, ২ মহিলা সহ ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারগোধার ডেপুটি কমিশনার লিয়াকৎ আলি চাট্টা জানিয়েছেন, রবিবার ভোরে গুরুতর জখম অবস্থায় থানায় হাজির হন এক মহিলা। কোনওরকমে মাজার থেকে পালিয়ে এসেছিলেন। বলেন, সহযোগীদের সঙ্গে মিলে প্রথমে আলি আহমেদ গুজ্জরেরর মাজারে আসা সকলকে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দেয় ওয়াহিদ। তারপর নির্দয়ভাবে রামদার কোপ ও লাঠি মেরে করে খুন করে। মহিলার অভিযোগ পেয়েই মাজারের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ওয়াহিদ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে। পরে আরও দু’‌জনকে গ্রেপ্তার করা হয়।

এক মহিলার দেহ এখনও পর্যন্ত শণাক্ত করা যায়নি। অভিযুক্ত আব্দুল ওয়াহিদ পাকিস্তান নির্বাচন কমিশনের কর্মী। প্রতি মাসে দু’‌বার ওই মাজারে আসত ওয়াহিদ। ফোন করে ভক্তদের ডেকে আনত। তারপর এক এক করে সকলকে নিজের  ঘরে ডেকে আনত। কিছু ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দিত সকলকে। এরপর জামা–কাপড় খুলিয়ে বেদম প্রহার করত। মাঝেমধ্যেই মাজারের মধ্যে থেকে চিৎকারের শব্দ শোনা যেত। নিজেদের সমস্যার কথা জানাতে এলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে ভক্তদের পাপস্খলনও করত সে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে বিষয়টি জানানো হয়েছে। তদন্তের জন্য পুলিশের একটি আঞ্চলিক কমিটি গঠন করেছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্রঃআজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *