দুবাইয়ের বুর্জ খলিফার কাছে বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রবিবার সকালে দুবাইয়ের বিখ্যাত উচ্চ ভবন বুর্জ খলিফার কাছে এক নির্মীয়মান আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে।
দুবাই সরকার জানিয়েছে, রিয়েল এস্টেট সংস্থা এমার আবাসনটি তৈরি করছে। তিনটি টাওয়ারে ৬০টি করে তল রয়েছে। ২০১৮ সালের এপ্রিলে নির্মাণ শেষ হওয়ার কথা। সম্প্রতি দুবাইয়ের বহুতলে আগুন লাগার ঘটনা বেড়েছেই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বহুতল ভবন নির্মাণে দাহ্য জিনিস ব্যবহার করা হচ্ছে বলেই আগুন লাগার ঘটনা বেড়ে চলেছে।