কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২১২, নিখোঁজ ২২০

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কলম্বিয়ার মোকাও শহরে ভয়াবহ বন্যায় বহু হতাহত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকেই টানা বৃষ্টি চলছিল মোকাওয়ে। বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে ছোট্ট শহরটা পানিতে তলিয়ে যেতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে রাস্তা, ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। বাসিন্দারা টের  পাওয়ার আগেই তিনটি নদীর পানি উপচে পড়ে ছোট্ট মোকাও শহরে।

Colambia

শেষ খবর পাওয়া পর্যন্ত ২০২ জন আহত হয়েছে।  অন্তত ২২ জনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোজ রয়েছে আরও অন্তত ২২০ জনের মত। উদ্ধারকারী দলের কাছেও চিত্রটা পরিষ্কার নয়, ঠিক কতজন নিখোঁজ রয়েছেন। স্রোতে ভেসে গিয়েছেন অনেকে। ঘরবাড়ি তো ধ্বংস হয়েছেই। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও বন্যায় ভেসে গেছে বলে খবরে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *