মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় ৪টি শিশুর মৃতদেহ পাওয়া গেছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গিরা শিশুদের মাঝখানে বসিয়ে তাদের পাশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। যার ফলে শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

Nasirpur

শনিবার ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাসিরপুরের জঙ্গি আস্তানায় জঙ্গিরা শিশুদের মাঝখানে রেখে তিন পাশে তিনজন সুইসাইডাল ভেস্ট বেঁধে বিস্ফোরণ ঘটায়। এতে শিশুদেরও মৃত্যু হয় বলে মনিরুল ইসলাম জানান। নাসিরপুরের ওই বাড়িতে মোট চারটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে যাদের বয়স মাত্র কয়েক মাস থেকে ১০ বছর পর্যন্ত। এছাড়াও এই অভিযানে একজন পুরুষ ও দু’জন নারীর লাশ পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *