কুমিল্লায় অপারেশন স্ট্রাইক আউটে ১০ বোমা-গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় পাওয়া সব মিলিয়ে ১০টি বোমা, গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসব বোমা-গ্রেনেড নিস্ক্রিয় করে করে বলে জানা গেছে।
Coutbari
জঙ্গিদের অবস্থান করা কক্ষে থাকা ১০টি বোমা, গ্রেনেড ও  সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণে আগুন ধরে গেলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। ভবনটিতে আরও তল্যাশী চলছে। আজও বাড়িটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন আজ বোমা নিষ্ক্রিয়করণসহ এ অভিযানের নেতৃত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.