ইসরাইলের বসতি নির্মাণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাধা- জাতিসংঘ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরাইলি বসতি নির্মাণের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেস ইসরাইলের এ পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠায় বাধা বলে মনে করেছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এই বসতি নির্মিত হবে ফিলিস্তিনি শহর আমেক সিলোতে। প্রায় দুই দশকের বেশি সময় পর পশ্চিম তীরে এটিই হবে ইসরাইলের নতুন কোনো বসতি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্ট্যাফানি দুজারিক শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলি মন্ত্রিসভার ওই সিদ্ধান্তকে ‘হতাশা ও আশঙ্কাজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, মহাসচিব ইসরাইলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং একইসঙ্গে চলমান সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য একে হুমকি বলেও মনে করছেন। উল্লেখ্য আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণ বেআইনি।