সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গি মুসার পরিবারের তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বহুল আলোচিত সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গি নেতা মুসার পরিবারের তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। তাদেরকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয় বুধবার সন্ধ্যায়। পুলিশের একটি সূত্র জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ তাদের কাছ থেকে ডিএনএ নমুনাও সংগ্রহ করবে।
আটককৃ্তরা হলেন, মুসার মা সুফিয়া বেগম, ভাই খায়রুল ইসলাম ও বোন কামরুন নাহার। নব্য জেএমবির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তামিম এবং মেজর (অব) জাহিদ পুলিশের অভিযানে নিহত হওয়ার পর এই মুসাই নব্য জেএমবির হাল ধরেছিলেন। আতিয়া মহলে জঙ্গি অভিযানে মুসা নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।