আপিল বিভাগ ৬ এপ্রিলের মধ্যে ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ৬ এপ্রিলের মধ্যেই হাজারীবাগে থাকা সকল ট্যানারির কার্যক্রম স্থানান্তরের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট পক্ষকে। আদালত আরও বলেছে, এই সময়ের মধ্যে হাজারীবাগে চলা ট্যানারি বন্ধ করে আসলে ৩১ কোটি টাকা জরিমানা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
উল্লেক্য গত ৬ মার্চ হাইকোর্ট এক আদেশে হাজারীবাগে থাকা সকল ট্যানারির কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। কিন্তু হাইকোর্টের এই আদেশ কার্যকরের ক্ষেত্র নানা ভাবে সময়ক্ষেপণ করে আসছিল ট্যানারি মালিকরা। পাশাপাশি তারা হাইকোর্টের আদেশ সংশোধন চেয়েও আবেদন করে আদালতে। অবশ্য হাইকোর্ট ঐ আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখে।