মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটের আতিয়া মহলে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে জানা যায়।
মৌলভীবাজার শহরের মধ্যে তিনতলা একটি ভবন ও মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। পুলিশ এর মধ্যে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। বাড়ীর ভিতর থেকে গ্রেনেড চার্জ করা হয়েছে। সেখানে অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গেছে। সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।