পুলিশ কুমিল্লা সদরের দক্ষিণ থানার কোটবাড়ি এলাকার একটি ভবন ঘেরাও করে রেখেছে
পুলিশ কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকার গন্ধমতি নামক স্থানে একটি তিনতলা বাড়ি ঘেরাও করে রেখেছে। পুলিশের সন্দেহ ওই ভবনটির ভেতরে একজন জঙ্গি রয়েছে।
পুলিশ কুমিল্লার গন্ধমতি এলাকার একটি কবরস্থানের পাশে একটি বাড়ি ঘিরে রেখেছে। পুলিশের সাথে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা যোগ দিয়েছেন। তারা অভিযানের কৌশল নিয়ে আলোচনা করছেন পস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ঢাকা হইতে জঙ্গি ও বোমা বিষয়ে অভিজ্ঞরা কুমিল্লায় রওনা হয়েছেন বলে জানা গেছে। তারা পৌঁছলেই শুরু হবে চূড়ান্ত অভিযান। উল্লেখ্য আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্টিত হবে। জঙ্গি সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে তা উক্ত সিটির ২৪ নং ওয়ার্ডে রয়েছে।