১০ এপ্রিল খালেদা জিয়া হাজির না হলে ‘অন্যরকম আদেশ’ দিবে আদালত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তার আইনজীবীরা  তার চোখের সমস্যার কারনে আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বলেন, রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ এপ্রিল আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দিবে আদালত।
Khaleda Zia
আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগ পত্র গ্রহণের দিন ধার্য ছিল বলে আদালত সূত্রে জানা যায়। এই ১১টি মামলা হল- দারুসসালাম থানার নাশকতার আটটি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *