ভারতে মানুষখেকো- অভিযোগে হামলার শিকার আফ্রিকানরা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানী দিল্লীর কাছে আফ্রিকান জনগোষ্ঠীর উপর হামলা চালানোর অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা বেশ কিছু সংখ্যক আফ্রিকানের উপর হামলা চালায়। একটি স্কুল বালকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি চলছিল। গত শুক্রবার দিল্লির মনিশ খত্রি নামের এই স্কুল বালক নিখোঁজ হবার পর থেকেই ঘটনার সূত্রপাত হয়।
গুজব ছড়িয়ে পড়ে যে, মনিশের বাড়ির পাশে বসবাসরত আফ্রিকানরা তাকে মেরে খেয়ে ফেলেছে। তাদের বিশেষ করে নাইজেরিয়ানরা খেয়ে ফেলেছে। মনিশকে অবশ্য পরে পাওয়া যায়, কিন্তু অতিমাত্রার মাদক গ্রহণের কারণে শনিবার তার মৃত্যু হয় বলে জানা যায়। বিদেশী প্রতিবেশীদেরকেই খুনী বলে অভিযোগ করে মনিশের পিতা-মাতা। আর এ অভিযোগ ওঠার পর স্থানীয়রা বেশ কিছু আফ্রিকানকে ধরে মারধর করে। একজন আফ্রিকান একটি শপিংমলে গিয়ে হামলার শিকার হন। সূত্রঃবিবিসি