আইপিইউ এর ১৩৬তম সম্মেলন উপলক্ষে শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আজ মঙ্গলবার থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে জানা যায়।
Hozrat Shahajalal Int air port
১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি এ সম্মেলনে যোগদান করতে ঢাকায় আসার কথা রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক) এসব ভিআইপি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে। বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চিহ্নিত করে সে আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.