সিলেটের আতিয়া মহলের জংগি আস্তানায় আজ সকালেও গোলাগুলি হয়েছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল রাতে সিলেটের ‘আতিয়া মহলে’ গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। কিন্তু সোমবার সকাল থেকে নতুন করে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। সকাল থেকে বেশ কিছুক্ষণ একটানা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা যায়।
অভিযানস্থলের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। সেখানকার দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেনাবাহিনী রোববার বিকেলে জানিয়েছে, সিলেট শহরের ‘আতিয়া মহল’ ঘিরে তাদের সম্মিলিত অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন ওই বাড়িটিতে আরো জঙ্গি থাকতে পারে। সে কারণে অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী ধারনা করছে পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক বা আইইডি পেতে রাখা হয়েছে। আর সে কারনে অভিযান বেশ ঝুকিপুর্ণ হওয়ায় ধীরগতিতে চলছে।