সেনাবাহিনীর ব্রিফিংয়ে জানানো হয়- শিববাড়ীর আস্তানায় ২ জঙ্গি নিহত, ভিতরে আরও আছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডতকম
সিলেটের শিববাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযানে অন্তত দুজন জঙ্গি মারা গেছেন বলে সেনাবাহিনী এক ব্রিফিংয়ে জানিয়েছে। ব্রিফিংয়ে আস্তানার ভেতরে আরো জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান শিববাড়ীর পাঠানপাড়ার আতিয়া মহল ঘিরে অভিযানের তৃতীয় দিনের বিকালে এই তথ্য জানান। ভেতরে অনেক জঙ্গি থাকায় অভিযানে বেশ ঝুঁকিপূর্ণ। অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আজও সকাল থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সকাল সাতটার দিকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। আজ রবিবার সকাল ১০টার দিকে দুটি এবং বেলা ১২টার দিকে একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে বলেও জানা যায়।
জঙ্গিরা আতিয়া মহলে প্রবেশের প্রতিটি গেটে শক্তিশালী বিস্ফোরক লাগিয়ে ভবনের নিচতলায় অবস্থান করছে। ভবনের নিচে বাঙ্কারে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ নিয়ে তারা অবস্থান করছে বলে ধারনা করা হচ্ছে। এতে করে ভবনের ভিতরে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। তারা আতিয়া মহলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রতিহত করতে ভয়াবহ কৌশল নিয়ে রেখেছে। জঙ্গি আস্তানার পাশাপাশি আস্তানার বাহিরেও অবস্থান নিয়েছে জঙ্গিরা।