সিলেটে জঙ্গি হামলায় ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬ জন

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানার পার্শ্ববর্তী এলাকায় দুই দফা জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় এ পর্যন্ত পুলিশসহ ছয়জনের নিহত হওয়ার খবর জানা গেছে।
Terror attract
নিহত ছয়জন হলেন, সিলেট জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও সিলেট পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু , স্থানীয় ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮) ও অজ্ঞাত একজন।
নিহতদের মধ্যে সিলেটের মদনমোহন কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র অপু ঘটনাস্থলেই মারা যান। বাকীদের আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দু’জন এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। লাশগুলো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Terror house
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিং শেষ হওয়ার পর ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হন। রাত আটটা্র দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ঘটনার পর র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ আহত ৪৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিমান বাহিনীর হেলিকপ্টার করে ঢাকার সিএমএইচএস-এ পাঠানো হয় র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র‌্যাবের অপর কর্মকর্তা মেজর আজাদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *